সর্বশেষ

বিপিএলের জন্য আন্তর্জাতিক ডিআরএস নিয়মই পাল্টে নিজেদের নিয়ম চালু করল বিসিবি। ব্যাপক সমালোচনার ঝড়

গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচের একটি এলবিডব্লিউ আউট নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আইন অনুযায়ী নট আউট সিদ্ধান্তকে আউট দিয়ে বিতর্ক জন্ম দিয়েছে বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদ। তবে সেই আউটের একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।




যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মের বাইরে গিয়ে নতুন আরো একটি নিয়ম তৈরি করেছে বিসিবি। বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল শট খেলতে গিয়ে মিস করেন কুমিল্লার ব‌্যাটসম‌্যান জাকের আলী। ঢাকায় শেষ ম‌্যাচে ফিফটি পাওয়া জাকেরের উইকেট কুমিল্লার জন‌্য ছিল অতি গুরুত্বপূর্ণ।

কিন্তু নিজের খেলা তৃতীয় বলে আউট এ ব‌্যাটসম‌্যান। কিন্তু তার আউট নিয়ে ছড়ায় বিতর্ক। খালি চোখেও বোঝা যাচ্ছিল বল আউট সাউড অব দ‌্য স্টাম্প পিচ করেছে। অফ স্পিনারের বল নিশ্চিতভাবেই স্টাম্প দিয়ে বেরিয়ে যাবে। মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাতে ভুল করেন শুরুতেই।




জাকেরকে আউট দেন। কুমিল্লার ব‌্যাটসম‌্যান রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায‌্য চাইলে তিনিও দেন ভুল সিদ্ধান্ত। তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ টিভি রিপ্লেতে বারবার বল দেখছিলেন। মাঠে বড় পর্দায় জাকের নিজেও সেই রিপ্লে দেখেছেন। বুঝেছিলেন সিদ্ধান্ত ওভারটার্ন হবে।

এজন‌্য নিজের ক্রিজে গিয়ে পরবর্তী বল খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হল তার উল্টোটা। এরপরে বড় ধরনের সমালোচনা মুখে পড়ে বিসিবি।




শেষ পর্যন্ত রাতে এই আউটের একটি বিবৃতি দিয়েছে তারা। সিদ্ধান্তের পরপরই মূলধারার সংবাদ মাধ্যমে যেমন প্রবল সমালোচনা হয়, তেমনি ট্রলের ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। পরে রাত ১১টা ২০ মিনিটে বিসিবি থেকে মেইল করে জানানো হয়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ঠিকই ছিল। প্লেয়িং কন্ডিশনের কোনো কপি সংবাদমাধ্যমকে দেওয়া হয়নি এবার।

সেই ‘প্লেয়িং কন্ডিশন’ জোগাড় করে দেখা যায়, পরিশিষ্ট ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে।’ ক্রিকেট বিশ্বজুড়ে বিভিন্ন ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আকর্ষণীয় করার জন্য অনেক সময়ই অনেক আইনে একটু উদ্ভাবনী কিছু যোগ করা হয়। কিন্তু ক্রিকেটের একটি মৌলিক আইন এভাবে বদলে ফেলার নজির যথেষ্টই বিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *