১৭৮ বলের ইনিংসে ৮১টি চার, ১৮টি ছক্কা, শেষ পর্যন্ত অপরাজিত ৫০৮ রানে—৪০ ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য এই ইনিংস খেলেছে ১৩ বছর বয়সী স্কুলছাত্র যশ চাবদে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম ৫০০ রানের ইনিংস।
মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের ছাত্র চাবদা রেকর্ড গড়া ইনিংসটি খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস জুনিয়র আন্তস্কুল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৪)।
পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টাইমস অব ইন্ডিয়াকে জানান, শ্রীলঙ্কার চিরাত সেল্লেপুরামার পর চাবদেই সীমিত ওভার ক্রিকেটে ৫০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান। সেল্লেপুরামা গত বছরের আগস্টে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৫ স্কুল ক্রিকেটে ৫৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিল।
ইনিংসে ৫০০ বা এর বেশি রান করা ব্যাটসম্যানদের তথ্য তুলে ধরে মেনন বলেছেন, ‘আমার কাছে থাকা তথ্যমতে, ক্রিকেটের সব সংস্করণ আর বয়সভিত্তিক দলের মধ্যে ৫০০+ রান করা দশম ব্যাটসম্যান চাবদে।
💥 Yash Chawde 👉5⃣0⃣8⃣* (178) 💥
Paltan, yes you read it right! Yash from Saraswati Vidyalaya, Nagpur bagged this mammoth score in the U14 category of #MIJunior 🏆
Here are some more 📸 of our prodigies from the tournament 🤩#OneFamily #DilKholKe #MumbaiIndians pic.twitter.com/2npBWAprZ6
— Mumbai Indians (@mipaltan) January 13, 2023
এর মধ্যে ভারতের পাঁচজন। অন্য চারজন হচ্ছেন প্রণব ধনাওয়াড়ে (১০০৯*), প্রিয়াংসু মোলিয়া (৫৫৬*), পৃথ্বী শ (৫৪৬) এবং ড্যাডি হাভেওয়ালা (৫১৫)।’ নাগপুরে ঝুলেলাল ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে চাবদের রেকর্ড গড়া ইনিংসটিতে তার দল ৪০ ওভারে বিনা উইকেটে ৭১৪ রান তোলে।
ওপেনিংয়ে চাবদের সঙ্গে খেলা তিলক ওয়াকোড়ে ৯৭ বলে ১২৭ রানে অপরাজিত থাকে। ৭১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিদ্ধেশ্বর বিদ্যালয় ৫ ওভারে মাত্র ৯ রান করে অলআউট হয়ে যায়।