কন্ঠের জাদুতে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। আজ (১৫ জানুয়ারি) ছিল এই গানের পাখির জন্মদিন।
বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া সারপ্রাইজে বেশ অবাক হয়েছেন সালমা।
সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের কিছু ছবি পোস্ট করে সালমা লিখেছেন, আমার জন্মদিনকে চমকপ্রদ, আনন্দদায়ক এবং উপভোগ্য করে তোলার জন্য আমার পরিবারের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আজকের জন্মদিনের প্রতিটি মানুষ আমার পরিবারের অংশ। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমার প্রাণের স্বামী, আমার জীবনসঙ্গীর প্রতি। আমি অত্যন্ত ভাগ্যবান, তোমার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি।
অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই গায়িকা লিখেছেন, আমার সকল প্রিয় মানুষ, ভাইবোন, ভক্তবৃন্দ- যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিচ্ছি।