২০২০ সালে মার্চের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। ওই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব ছাড়েন তিনি। কিন্তু এরপর আর মাশরাফিকে জাতীয় দলে দেখা যায়নি।
তবে তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকলেও এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন মাশরাফি। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেমে মাশরাফি।
তাহলে কি মাশরাফি অবসর নেবেন না? কিংবা বিসিবি তাকে সুন্দরভাবে বিদায় দেবে না? মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুর্দান্ত পারফরমেন্সের কারণে নতুন করে আবারও মাশরাফিকে জাতীয় দলের দেখার আগ্রহ সৃষ্টি হয়েছে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত মাশরাফি এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।
গতকাল সিলেটে নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনেও মাশরাফির জাতীয় দলের খেলার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন মাশরাফি চাইলে এখনো তার জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করবে বিসিবি। কিন্তু সে জন্য মাশরাফিকে তো আগে অবসর ঘোষণা করতে হবে। পাপন বলেন, “ও ক্যাপ্টেন্সি ছেড়েছে, অবসর তো নেয় নাই।
এখন আমি কি ওকে জোর করে বলতে পারি যে তুমি রিটায়ার করো? ডেফিনেটলি সে যখন রিটায়ার করবে… এটা শুধু মাশরাফির জন্য নয়, সব খেলোয়াড়দের জন্য… ও যদি রাজি হয় তাহলে আমরা চাই খেলার মাধ্যমে (বিদায় দিতে)। সবাই জানুক যে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। আমরা বিদেশে দেখেছি যেমনটা হয়, আমরাও তাই চাই। নিঃসন্দেহে আমরা এটাই আশা করি।”
এর আগে বিসিবি সভাপতি পাপন বলেছিলেন, তারা মাশরাফির জন্য একটা সিরিজ আয়োজন করতে চান। যাতে মাশরাফি সেই সিরিজের মধ্য দিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারেন।
ওই সময় সেই সিরিজে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু মাশরাফি এতে সাড়া দেননি। আজও বিসিবি সভাপতির মুখে শোনা গেল সেই কথা, “ওকে (মাশরাফি) আমি পরিষ্কারভাবে বলেছি… ওর জন্য তো আমি একটা বিদেশি দলই নিয়ে আসতে চাচ্ছিলাম। কিন্তু ও তো রিটায়ার করছে না।”