সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার প্রথমে ব্যাট করে খুলনা করেছে ২১০ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের রীতিমত তুলোধোনা করেছেন খুলনার দুই ব্যাটার তামিম ইকবাল এবং শাই হোপ।
তামিম ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করছেন। ৯১ রানে অপরাজিত থেকে শতকের দেখা পাননি হোপও। কুমিল্লার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাসিম শাহ।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারিয়ে চাপে পড়ে খুলনা। তবে চাপ সামলে এগিয়ে যেতে থাকে তামিম-হোপ জুটি। কুমিল্লার বোলারদের রীতিমত নাভিশ্বাস ছুটিয়েছেন এই দুই ব্যাটার।
তামিম সেঞ্চুরির কাছে গিয়েও হয়েছেন সেঞ্চুরি বঞ্চিত। ইনিংসের শেষ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ৯৫ রানে বিদায় নেন তিনি। তামিমের বিদায়ে ভেঙে যায় হোপ-তামিমের ১৮৪ রানের জুটি। হোপের সামনেও ছিল সেঞ্চুরির সুযোগ। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠেনি।
স্ট্রাইক প্রান্তে না থাকায় হোপকে ৯১ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয়েছে। তবে শেষ দিকে ব্যাট হাতে নেমে ছোট্ট ক্যামিও খেলেন আজম খান। তাতেই খুলনার স্কোর গিয়ে ছোঁয় ২১০ রান। আজম ৪ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।