চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছেন আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব এবং পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইরফান। চলতি নবম আসরে এই দুই ক্রিকেটার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
মোহাম্মদ ইরফানকে আসরের মাঝামাঝি সময়ে সরাসরি চুক্তিতে দলে ভেড়ালেও প্লেয়ার্স ড্রাফট থেকে আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে আগেই দলে যুক্ত করেছিল সিলেট।
আন্তর্জাতিক সূচি না থাকায় এই সময়ে বিপিএল খেলতে চলে এসেছেন আফগানদের সাবেক এই অধিনায়ক। এছাড়া পাকিস্তানি পেসার ইরফানকে অবশ্য আসরের মাঝপথে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ায় সিলেট।
সিলেট স্টাইকার্স দল:
সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।