সিলেট পর্ব শেষে ফের ঢাকায় ফিরেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইগার্স। দুপুর ২টায় হোম অব ক্রিকেট গ্রাউন্ড খ্যাত শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তামিম ও রাব্বিদের খুলনার।
অন্যদিকে, প্লে-অফ নিশ্চিত হলেও সেরা দুইয়ে চোখ সাকিবের বরিশালের। সবশেষ ম্যাচে ঢাকার কাছে হার হিসেব বদলে দিয়েছে বরিশালের। শীর্ষ দুইয়ে থাকতে জয় ভিন্ন কিছু ভাবছে না সাকিবের দল। অবশ্য জয়ের ধারায় ফিরতে সহজ পরীক্ষাই অপেক্ষা করছে বরিশালের সামনে।
তবে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও পচা শামুকে পা কাটার ব্যাপারে সতর্ক তারা। অন্যদিকে, আসরের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে থাকা খুলনা এরই মধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। তবে শেষটা জয়ে রাঙানোর স্বপ্ন তাদের। নিয়মিত অধিনায়ক ইয়াসির রাব্বির পরিবর্তে অধিনায়কত্ব সামলাবেন ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটার শাই হোপ।
খুলনা টাইগার্স একাদশ
শাই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল জয়, ইয়াসির রাব্বি, আন্দ্রে বালবার্নি, মার্ক দেওল, হাসান মুরাদ, পল ভ্যান ম্যাকেরন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সালমান ইমন, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, এবাদত হোসেন, ইফতেখার আহমেদ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।