সর্বশেষ

আমিরের চোখে মাশরাফি ‘কিংবদন্তি’, হৃদয়-রাজা ‘ভবিষ্যৎ’

এবারের বিপিএলে মোহাম্মদ আমির খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দলটি সাফল্যও পেয়েছে বেশ, এখন অবধি আছে পয়েন্ট টেবিলে সবার উপরে। লিগ পর্বের ১২ ম্যাচের ৯টিতেই জিতেছে তারা। সিলেটের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঁহাতি পেসার আমিরের। তবে সিলেটের সাফল্যে অনেকেই সামনে আনছেন মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব।




তুলনামূলক ‘প্রবীণদের’ নিয়ে গড়া দলটিই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। অনেকের মতে, এটা সম্ভব হয়েছে মাশরাফির অসাধারণ নেতৃত্বগুণের কারণেই। আজ তার ইনজুরি কাটিয়ে ফেরার পর দারুণ জয় তুলে নিয়েছে সিলেট। তবে আমির শুধু এবারের বিপিএল দিয়ে নয়, সার্বিকভাবেই মাশরাফির গুণমুগ্ধ। ‘




নড়াইল এক্সপ্রেস’-কে নিয়ে তিনি বলেন, ‘মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলবো, সে কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা নেই, মেলে না। ’ এদিকে লিগ পর্ব শেষ হতেই পাকিস্তানের তারকা পেসার চলে যাচ্ছেন নিজ দেশের সুপার লিগে (পিএসএল) খেলতে।




যাওয়ার আগে আগে সিলেটের দুই সতীর্থ তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজার কথা বলেছেন আলাদা করে। এবারের বিপিএলে দারুণ করছেন তৌহিদ হৃদয়। ১০ ম্যাচে পাঁচ ফিফটিতে ৩৭৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অন্যদিকে ৪ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন রাজা। তাদের প্রশংসা করে বুধবার মিরপুরে আমির সাংবাদিকদের বলেছেন, ‘রাজা, হৃদয় খুবই ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য।




তারা যদি এই পরিশ্রম ধরে রাখে, মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। রাজা তো দারুণ, খুব দ্রুত শিখে সঙ্গে খুবই জোরে বল করে। ’ দল হিসেবে সিলেটের সাফল্যের ব্যাপারে আমিরের ভাষ্য, ‘দেখুন আমরা অনেক পরিশ্রম করেছি, পয়েন্ট টেবিলের মাথায় যেতে। এটাই ক্রিকেট, আমরা একইরকম থাকব। আশাকরি আমরা ফাইনালও জিতব। আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *