বাংলাদেশ প্রিমিয়ার লিগের এইবারের আসরের দুর্দান্ত খেলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। টুর্নামেন্টে এবারের আসরে সিলেটের হয়ে খেলেছেন তিনি। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।
দুর্দান্ত টিম পারফর্মেন্স দেখিয়ে ১২ ম্যাচের তারা জিতেছে ৯টিতে। দলটির দেশি ক্রিকেটাররা পারফর্ম করে যাচ্ছেন। দলকে দারুন অবস্থায় রেখে পিএসএল খেলতে দেশে ফিরে যাচ্ছেন আমির। সিলেট স্ট্রাইকার্সে আমির খেলেছেন মাশরাফি বিন মুর্তজার হয়ে।
বাংলাদেশ জাতীয় দলের সফলতম ক্যাপ্টেন মাশরাফি কিন্তু বিপিএলেও সফলতম। সর্বোচ্চ শিরোপা উঠেছে তারই হাতে। পায়ে চোট নিয়ে বিপিএলে দারুণ বোলিং করে যাওয়া সেই মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ হলেন আমির। তিনি বলেন, “মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলব, সে কিংবদন্তি।
অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা নেই, মেলে না।’ অবশ্য নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নে হাসতে হাসতে আমির বলেন, ‘প্রশ্নটা পাস করুন।” সিলেট দলে সতীর্থদের মধ্যে আরও দুজনকে মনে ধরেছে আমিরের। ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও পেসার রেজাউর রহমান রাজার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি।
তাদের প্রশংসা করে বুধবার মিরপুরে আমির সাংবাদিকদের বলেছেন, “রাজা, হৃদয় খুবই ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা যদি এই পরিশ্রম ধরে রাখে, মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। রাজা তো দারুণ, খুব দ্রুত শিখে সঙ্গে খুবই জোরে বল করে।”
দল হিসেবে সিলেটের সাফল্যের ব্যাপারে আমিরের ভাষ্য, “দেখুন আমরা অনেক পরিশ্রম করেছি, পয়েন্ট টেবিলের মাথায় যেতে। এটাই ক্রিকেট, আমরা একইরকম থাকব। আশাকরি আমরা ফাইনালও জিতব। আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে।”