সর্বশেষ

প্লে অফের আগেই ৩ দল উড়িয়ে আনলো তিন বড় তারকাকে

শেষের দিকে এসে জমে উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। শুরুতে নানা অপ্রাপ্তি, নেই-এর বিপিএলে শেষের দিকে এসে যোগ হয়েছে ডিআরএস সিস্টেম। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন ট্রফি তুলে ধরতে ফ্রাঞ্চাইজিগুলোও বড় বড় তারকাদের ভেড়াচ্ছে দলে। ইতিমধ্যেই শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। প্লে অফে পৌছে গেছে চার দল।




ফাইনালসহ এখন বাকি আছে মাত্র ৪টি ম্যাচ। সেই ম্যাচগুলো জিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে চারটি দলই। এই যেমন কোয়ালিফায়ার নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স উড়িয়ে এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। এলিমেনেটর ম্যাচের আগে ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে লঙ্কান বিস্ফোরক ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেকে।

আর রংপুর রাইডার্স উড়িয়ে এনেছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে। তিনজনই খেলছিলেন আইএলটি-২০তে। মঈনের কাঁধে ছিল শরাজাহ ওয়ারিয়র্সের নেতৃত্বের ভার।




মোহাম্মদ রিজওয়ান-খুশদিলরা চলে যাওয়ায় মঈনের দায়িত্বও বাড়বে। এর আগে তারা নাদ্রে রাসেল ও সুনীল নারাইনকে এনেছে। দুজনই খেলছিলেন আইএলটি-২০। এদিকে বরিশাল পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদকে ছাড়া কিছুটা ভুগছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে ভিড়িয়েছে। এবার আইএলটি-২০তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা রাজাপাকসেকে উড়িয়ে আনলো সাকিবের দল।

যদিও আমিরাতের এই লিগে ভালো খেলতে পারেননি। তিন ম্যাচে করেন ১২ রান। এক ম্যাচে ফেরেন শূন্য রানেই। এদিকে রংপুর উড়িয়ে আনছে আইএলটি-২০তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা শানাকাকে। ব্যাট হাতে এশিয়া কাপ জয়ী এই লঙ্কান অধিনায়কের খুব ভালো না হলেও মন্দ কাটেনি।




১০ ম্যাচে ২৫.৮৩ গড়ে করেন ১৫৫ রান। স্ট্রাইকরেট ছিল ১১৫.৬৭। সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান। এবার রংপুরের হয়ে কেমন ভূমিকা রাখতে পারে সেটি দেখার বিষয়। এর আগে তারা আমিরাতের এই লিগ খেলা নাভিন উল হক, রহমানুল্লাহ গুরবাজ ও টম কোহলার-ক্যাডমোরকে উড়িয়ে আনে। রোববার দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনেটর ম্যাচে লড়বে বরিশাল। আর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা লড়বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *