সর্বশেষ

পোশাকের ফাঁকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! হট লুকে নেটদুনিয়ায় পারদ চড়ালেন অভিনেত্রী মোনালিসা, রইল ছবি

‘যৌনতা ও বোল্ডনেস’ এককথায় বলতে গেলে ভোজপুরি অভিনেত্রী মোনালিসাকে এই সম্বোধন করা সম্ভব। সোশ্যাল মিডিয়ার ফলে ভোজপুরি কুইন মোনালিসা (Monalisa) দর্শকদের মাঝে খুবই জনপ্রিয় এক মুখ। তার অভিনয়ের থেকেও ব্যক্তিগত ও বোল্ড জীবনযাত্রায় আগ্রহী সাধারণ মানুষ।




এক একটি ফটোতে লক্ষ লক্ষ যুবক কার্যত মন দিয়ে বসেন তাঁকে। আবারো একবার সোশ্যাল মিডিয়াতে নায়িকা তাঁর দুর্দান্ত বোল্ড ফটোশুটের মাধ্যমে ঘাম ঝরিয়ে দিয়েছে নেটিজেনদের। ফটোতে দেখা গেল মোনালিসা কালো রঙের একটি ক্রপ টপ পরেছেন সাথেই নীল রঙের শর্ট স্কার্ট।

শরীর খুব স্বল্প পোশাকেই ঢেকে আছে তাঁর সেটা বলতে দ্বিধা নেই। দেওয়ালে পিঠ ঠেকিয়ে উষ্ণতায় পূর্ণ এক্সপ্রেশন দিয়েছেন। তার বক্ষ বিভাজকা সম্পূর্ণ স্পষ্ট ও অনেকটাই ক্যামেরার মাধ্যমে দেখা গেছে।




সাথেই ড্রেসের পরিসর অল্প হবার কারণে মোনালিসার সুন্দর দুটি উরু দেখা গেছে। ফটো গুলি দেখে মনে হচ্ছে মোনালিসার যৌবন যেন হাতছানি দিয়ে কিছু বলতে চাইছে আপনাকে। আবার কয়েকদিন আগেই সবুজ রঙের ক্রপ টপ ও লাল প্যান্টে পড়ন্ত শীতে ফটো দিয়ে ইন্টারনেট উষ্ণ করে দিয়েছিলেন।




পর পর এই দুটি ফটো খুবই ভাইরাল হয়ে উঠেছে। অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ লাইক দিয়েছেন। আর নেটিজেনরা কমেন্টের মাধ্যমে মোনালিসার ফিগার ও রূপের যা তারিফ করেছেন তা নজর কাড়বেই। কেউ লিখেছে -‘আমার সবথেকে প্রিয় পোজ গুলি’ তো কারোর বক্তব্য -‘আপনি একটা আগুনের গোলা’। বর্তমানে ৫.৩ মিলিয়ন ফলোয়ার্স আছে তার ইনস্টাগ্রামে। ৪০ বছরের এই নায়িকা আদতে কিন্তু বঙ্গ তনয়া।


তাঁর আসল নাম ‘অন্তরা বিশ্বাস’। ফটো কিংবা ভিডিওর সাথেই ইনস্টাগ্রাম রিল বানানোর দিকেও নজর দিয়েছেন নায়িকা। ২০১৮ সালে ‘দুপুরের ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে লাস্যময়ী ‘ঝুমা বৌদির’ চরিত্রে দেখা যায় তাঁকে। তবে হিন্দি টেলিভিশনেও প্রচুর কাজ করে মুম্বাইতে নিজের জায়গা পাকা পোক্ত করে নিয়েছেন মোনালিসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *