ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বাইকপ্রেমের কথা কারও অজানা নয়। অত্যাধুনিক সব বাইক রয়েছে ধোনির সংগ্রহশালায়। বাইকগুলোকে মাঝে-মধ্যেই নিজের হাতে ধোয়া-মোছা করতে দেখা যায় তাকে। কিন্তু সম্প্রতি সামনে আসা এক ভিডিও অবাক করে দিয়েছে ধোনি ভক্তদের।
মূলত নিজের বাইক নয়, ভক্তের বাইক নিজের শরীরে থাকা টি-শার্ট দিয়ে মুছে দিচ্ছেন ধোনি। আর সে ঘটনারই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর এরপরই নেটিজেনরা ক্রিকেটারের বাইক প্রেম নিয়ে মেতেছেন।
বিশেষ করে ভক্তের বাইক পরিষ্কার করার বিষয়টি মন ছুঁয়েছে সবার। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত তার নতুন বাইকে ধোনিকে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ জানান। ধোনি আগে থেকে ঠিক করে নেন কীভাবে সই করবেন বাইকটির ভাইজরে। আসলে নম্বর প্লেট লাগানোর পরে যেন অটোগ্রাফ চাপা পড়ে না যায়, সেই অনুরোধও ছিল ক্রিকেটারের কাছে।
ধোনি বাইকে সই করার আগে সেই জায়গাটি নিজের টি-শার্ট দিয়ে পরিষ্কার করে নেন এবং তারপরে অটোগ্রাফ দেন। পরে অবশ্য ধোনিকে বাইকে বসে স্টার্ট করতেও দেখা যায়। এক্সজস্ট সাউন্ড শুনে ধোনির মুখে ফুটে ওঠে হাসি। আর তাতেই স্পষ্ট হয়- বাইক দেখে তার আত্মতৃপ্তির বিষয়টি।