সর্বশেষ

এটাই কি কোহলির শেষের শুরু?

ক্যারিয়ারের শেষে এসে অনেকেই নিজেকে বিভিন্ন ফরম্যাট থেকে গুটিয়ে নিতে শুরু করেন। জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড নিজেদের সাদা বল থেকে সরিয়ে নিয়েছিলেন। আবার বাংলাদেশের হয়ে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে।

মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন শুধু ওয়ানডে। এবার অনেকটা তেমন পথেই হাঁটলেন ভারতের বিরাট কোহলি। বিশ্বকাপের ম্যান অভ দ্য টুর্নামেন্ট হওয়া এই ক্রিকেটারও নাকি সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে খানিক সরিয়ে নিয়েছেন। মানে সামনের দিনগুলোতে ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিকে পাওয়া যাবেনা।

ভারতীয় এই ক্রিকেটার নিজেই নাকি আপাতত সাদা বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন। ভারতীয় গণমাধ্যমের ভাষ্য, কোহলি এখনই সাদা বলের ক্রিকেটকে গুডবাই বলছেন না। যে কোনো সময় তিনি ফিরবেন রঙিন পোশাকে। তবে সাময়িক বিরতি দরকার তার।

ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের এমন আব্দারও নাকি রক্ষা করতে চাইছে বিসিসিআই। যার অর্থ, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে শুধুমাত্র দুই টেস্টে দেখা যাবে কোহলিকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিশ্বস্ত সূত্র

দেশটির গণমাধ্যমকে জানান, ‘সে (কোহলি) বিসিসিআই ও নির্বাচকদের জানিয়েছে, সাদা বলের ক্রিকেট থেকে তার বিশ্রাম দরকার। যখন সে চাইবে, আবার ফিরবে। এ মুহূর্তে সে শুধু লাল বলের ক্রিকেট খেলতে চায়। এর মানে দক্ষিণ আফ্রিকায় তাকে দুটি টেস্ট ম্যাচে পাওয়া যাবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *