লম্বা সময় ধরেই ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন বাবর আজম। একটানা বেশি সময় ধরে শীর্ষে থাকার রেকর্ডটা এখনো তার দখলে। এমনকি এখনও তিন ফরম্যাটেই সেরা পাঁচের মধ্যে আছেন তিনি। এই পাকিস্তানি ব্যাটারের প্রশংসা করেছেন এবার নাথান লায়ন।
আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তিন ম্যাচের এই সিরিজের জন্য ইতোমধ্যেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কত্ব ছাড়লেও এই সফরে তিন সংস্করণের দলেই আছেন বাবর। বাবরের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লায়ন।
অস্ট্রেলিয়ার এই তারকা স্পিনারের চোখে বিশ্বের সেরা ব্যাটারদের একজন বাবর। এমন একজনের বিপক্ষে খেলাটা যেমন রোমাঞ্চকর তেমনি চ্যালেঞ্জও আছে বলে মনে করেন তিনি। লায়ন বলেন, ‘বাবরের বিপক্ষে খেলতে পারাটা দারুণ ব্যাপার।
তবে এটা অনেক বড় চ্যালেঞ্জও। আমার চোখে সে বিশ্বের সেরা ব্যাটারদের একজন, বিশেষ করে স্পিনের বিপক্ষে। তবে যেকোনো বোলারের বিপক্ষেই সে বিশ্বমানের একজন ব্যাটার।’ সদ্যই ওয়ানডে বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। তবে এই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন না লায়ন।
কারণ সাদা বলের ক্রিকেটে খুব সুযোগ পান না তিনি। তবে লাল বলে দলের গুরুত্বপূর্ণ সদস্য এই স্পিনার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে লায়ন বলেন, ‘সত্যি বলতে, আমি টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি। এই সিরিজ নিয়ে আমি অনেক রোমাঞ্চিত। আমি সবসময় পার্থে খেলতে আমি পছন্দ করি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ থাকবে, সবমিলিয়ে একটা রোমাঞ্চকর সিরিজ হবে।’