আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো গুজরাট টাইটান্সের। নিজেদের সর্বশেষ ম্যাচেও বৃষ্টির বাধায় কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বাতিল হয় ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়। একই অবস্থা আজ বৃহস্পতিবার (১৬ মে)। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয় ম্যাচ।
হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে এমনকি টস করতেও মাঠে নামতে পারেননি দুদলের অধিনায়ক প্যাট কামিন্স ও শুভমান গিল। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে গুজরাটের। অন্যদিকে, গুজরাটের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর হায়দরাবাদের পয়েন্ট এখন ১৩ ম্যাচে ১৫। তালিকার তিনে উঠে এসেছে দলটি।
এক পয়েন্ট পাওয়া হায়দরাবাদের প্লে-অফ অনেকটাই নিশ্চিত। চারে থাকা চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১৩ ম্যাচে ১৪। শেষ ম্যাচ জিতলে তার হায়দরাবাদকে টপকাবে। তবে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনৌ সুপার জায়ান্টের হাতে একটি করে ম্যাচ বাকি। তাদের পয়েন্ট ১৩ ম্যাচে ১২। যোর যার ম্যাচে জিতলে পয়েন্ট হবে ১৪। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে দিল্লি।
সবমিলিয়ে হায়দরাবাদের সেরা চারে থাকা নিশ্চিত হয়েছে। দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৩ ম্যাচে ১৬। শেষ ম্যাচ যদি হেরে যায়, আর হায়দরাবাদ জেতে; তাহলে দ্বিতীয় স্থানে উঠে আসবে হায়দরাবাদ। শীর্ষে থাকা কলকাতার সঙ্গে খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।