সর্বশেষ
জানলে অবাক হবেন, যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলবেন সাকিব
জানলে অবাক হবেন, যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলবেন সাকিব

জানলে অবাক হবেন, যে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলবেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের প্রস্তুতি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে দেশ ছাড়ার আগে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। জয়-পরাজয়ের আগে তার ভাবনায় দেশের জন্য সর্বোচ্চ অবদান রাখা।

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম সাকিব আল হাসান। তাকে ঘিরে বিতর্ক থাকতে পারে, সমালোচনা হতে পারে নিয়মিত। তবু, বিশ্বমঞ্চে আশার বাতিঘর তিনিই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিওতে সাকিব বলেন, ‘একটা জিনিসই চাই, বাংলাদেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি। এই বিশ্বকাপে যেন দেশের জন্য অবদান রাখতে পারি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি নবম আসর। বাংলাদেশোর জার্সিতে এক ম্যাচে মাঠে নামলেই রেকর্ড গড়বেন সাকিব। ৯ আসরের সবগুলোতে খেলা একমাত্র বাংলাদেশি সাকিব। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার। ৩৬ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে অপেক্ষা এখন অর্ধশতকের। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় এবং ১২২ স্ট্রাইক রেটে সাকিব করেছেন ৭৪২ রান।

এদিকে, সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় বর্তমানের কেউ নেই সাকিবের ধারেকাছে। দ্বিতীয় সেরা উইকেট শিকারি পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। তার উইকেট ৩৯টি। তিনে থাকা লাসিথ মালিঙ্গার উইকেট ৩৮। এ ছাড়া, সেরা পাঁচে থাকা বাকি তিনজন (পঞ্চম স্থানে যৌথভাবে দুজন) সাঈদ আজমল, অজন্তা মেন্ডিস ও উমর গুল—কেউই এখন আর খেলছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *