আইপিএলে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চেন্নাই এবং ব্যাঙ্গালুরো। প্লে অফের জন্য এই ম্যাচ জয়ের বিকপ্ল নেই দুদলের সামনে। প্লে অফের তিন টি দল ইতিমধ্যে পৌছে গেছে। ৪র্থ দল হিসাবে প্লে অফের রেসে থাকা দুটি আজ মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিধান্ত নেয় চেন্নাই।
প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে। আজকের ম্যাচে মুস্তাফিজের স্টাইলে শ্রীলঙ্কান বোলার মহেশ থেকশানকে ব্যাবহার করেন ধোনি। তিনি আজ ৮ ওভারে ২৫ রান দিয়েছেন কোন উইকেট পাননি।
চেন্নাই একাদশ:
রাচিন রাবিন্দ্রা, রুতুরাজ, এমএস ধোনি, তুষার দেশ পান্ড্যে, সামীরজিত সিং,মাহিশ থিকশানা, ডারিল মিচেল, মঈন আলী, শিভম দুবে, জাদেজা, সামীর রিজভী