এবারের আইপিএলে স্বপ্নের মত শুরু করলেও শেষ পর্যন্ত আইপিএলের সব ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২য় স্থানে থেকে আইপিএলে শেষ করেন। মুস্তাফিজের দেশে ফেরায় খুশি ছিল না চেন্নাই টিম ম্যাচেজমেন্ট।
নিজেদের শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে হেরে আইপিএলে প্লে অফের স্বপ্ন ভেঙ্গে গেল চেন্নাইয়ের। এই ম্যাচ মুস্তাফিজের অভাব পুরোপুরি বুঝতে পেরেছেন চেন্নাইয়ে। হারের পরে মুস্তাফিজ এবনফ পাথিরানার অভাব নিয়ে কথা বলেন চেন্নাই অধিনায়ক।
গতকাল জনপ্রিয় ক্রিকেট ওয়েব সাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষনান বললেন, “প্রথম থেকেই এবার আমরা খুব ভাল ছন্দে ছিলাম। আমরা সব সময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে। সেই
হিসেবেই এবার দল করেছিলা। কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্খিত পরিবর্তনের জন্য দলে ছন্দ কিছুটা পতন হয়েছিল। তবে আমরা সেইটা ওভারকাম করতে পেরেছি। পাথিরানাকে আমরা অবশ্যই রিটেন করবো। তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখবো।”