সর্বশেষ
নিরবাচকদের দুর্নীতি ছেড়ে লিটন শান্তকে বাদ দিয়ে নিজের পছন্দের দুই প্লায়েরকে দলে নিতে বললেন মাশরাফি
নিরবাচকদের দুর্নীতি ছেড়ে লিটন শান্তকে বাদ দিয়ে নিজের পছন্দের দুই প্লায়েরকে দলে নিতে বললেন মাশরাফি

নিরবাচকদের দুর্নীতি ছেড়ে লিটন শান্তকে বাদ দিয়ে নিজের পছন্দের দুই প্লায়েরকে দলে নিতে বললেন মাশরাফি

টানা তিন সিরিজে ব্যর্থ লিটন শান্তররা তবু একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছে এই দুই জন ব্যাটার। কোনও রকম পারফরম্যান্স না করে দলের ক্যাপ্টেন শান্ত শ্রীলঙ্কা জিম্বাবোয়ের পর এবার যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফর্মে ফেরাতে পারল না।

কেউ এত বাজে খেলার পরেও বিশ্বকাপ দলে লিটন শান্ত অথচ দলে নেই চার ম্যাচে ৮ উইকেট নেওয়া সাইফউদ্দিন। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর এবার মুখ খুলেছে সাবেক ক্রিকেটার মাশরফি মর্তুজা। তিনি বলেন, বাংলাদেশ দলের অবস্থা খুব

খারাপ। কয়েকদিন পর উগান্ডার সাথে হারবে তারা। রান না করে দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের সরাসরি বিশ্বকাপ দলে নিলে তো এমনই হবে। আগের বছর আগে খুবই ভালো করেছে। সেটা ধরে রেখে সারাজীবন তাদেরকে সুযোগ দেওয়া একদম বোকামি।

বর্তমানে যারা ভাল খেলছে তাদের দিয়ে দল সাজাতে হবে। সাইফুদ্দিন সেরা করল তাকে লিটন শান্তর জায়গায় আমি দেখতে চাই, প্রয়োজনে তাঁকে দিয়ে ওপেন করানো হোক। আমার বিশ্বাস লিটন শান্তর চেয়ে ভালো খেলবে সাইফ উদ্দিন। পরের ম্যাচে এসব প্লেয়ার না নিয়ে সঠিক প্লেয়ারকে নিতে হবে। আমাদের তো প্লেয়ার কম নেই।

তাহলে কেন লিটন শান্তর আশায় বসে থাকতে হবে? বিসিবির ভুলের কারণে অযোগ্যতার সুযোগ পাচ্ছে আর সহ দলের বিপক্ষে হাঁটছে তারা। এখনও সময় আছে দলটাকে ঠিক করার বিশ্বকাপ এখনও শুরু হয়নি। শুরুর আগেই কিছু পরিবর্তন দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *