সর্বশেষ

অবশেষে এবার এক অস্ট্রেলিয়ান কে হেড কোচের দায়িত্ব দিলো বিসিবি

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডেভিড হেম্পকে। যার কারণে এইচপির প্রধান কোচের পদ শূন্য হয়ে যায়। বেশ কয়েকমাস সেই পদটি শূন্যই ছিল। অবশেষে সেই পদে নিয়ে আসা হলো নতুন কোচ।

শূন্যতা পূরণে কয়েকমাস ধরে নতুন কোচের খোঁজে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইচপির হেড কোচ চেয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে বিসিবি। আগ্রহী প্রার্থীরা দিতে থাকে আবেদনপত্র।

সেখান থেকে দু’জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। এই দুজন ছিলেন জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিম এবং অস্ট্রেলিয়ার নাথান মিচেল হরিতজ। দুজনের শেষ লড়াইয়ে শেষপর্যন্ত জিতলেন নাথান।

মূলত আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায় বিসিবি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথানকেই বেছে নিয়েছে। নাথানের এইচপি হেড কোচ হওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবির এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

আন্তর্জাতিক ক্যারিয়ারে খানিকটা সফল নাথান। ৪২ বছর বয়সী এই স্পিনার ১৭ টেস্টে ৬৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে নেন ৬৩ উইকেট। ক্যারিয়ারের অন্তিম লগ্নে টি-টোয়েন্টিও খেলেন তিনি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুটি উইকেট শিকার করেন নাথান। কোচ হিসেবেও তার অভিজ্ঞতা পছন্দ করেছে বিসিবি। অস্ট্রেলিয়ায় স্কুল ক্রিকেট নিয়ে কাজ করেন নাথান। এ ছাড়া ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *