টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে দুইদিন পর। টুর্নামেন্টের আগে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত দলগুলো। মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপে অভিনন্দন জানিয়েছে চেন্নাই সুপার কিংস।
শুক্রবার (৩১ মে), চেন্নাই তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ফিজকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেছে। পোস্টে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে মুস্তাফিজের ছবি আপলোড করে দলটি লিখেছে, ‘জাতীয় কর্তব্যের জন্য ফিজের সবুজ জ্বলে উঠুক।’
ফেসবুকে দেওয়া পোস্টে চেন্নাইয়ের ফ্যানেরা কমেন্ট করে জানিয়েছেন, সামনের বছরেও হুলুদ জার্সি গায়ে চেন্নাইয়ের মাঠে দেখতে চায় তারা।