সর্বশেষ
বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ তারকা টাইগার ক্রিকেটার, শঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ
বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ তারকা টাইগার ক্রিকেটার, শঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ তারকা টাইগার ক্রিকেটার, শঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছেন শরিফুল ইসলাম। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচ খেলা অনিশ্চিত বাংলাদেশ পেসারের। যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল।

দুঃসহ এক ম্যাচ শেষে, দুঃসংবাদ সঙ্গী করে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। মাঠে একপেশে ফল, সঙ্গে এক সেনানীর ইনজুরি। হতাশার তালিকাটা দীর্ঘায়িত করেছে। বিশ্বকাপ শুরুর আগেই অনিশ্চিত শরিফুল ইসলাম।

শেষ ওভারের শেষ বলটা করা হয়নি শরিফুলের। পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার রিটার্ন শট ফেরাতে গিয়ে বোলিং হাতেই আঘাত পেয়েছেন। মাঠ থেকে সরাসরি হাসপাতাল।

বাংলাদেশ ম্যানেজার রাবিদ ইমাম বলেন, আপনারা জানেন যে ওর (শরিফুল) বোলিং হ্যান্ডে ইনজুরি। বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝামাঝি জায়গায় একটা স্প্লিট ইনজুরি হয়েছে। হ্যান্ড সার্জন যিনি আছেন তিনি এই ফিল্ডে খুবই এক্সপার্ট। আমরা আশা করছি যে হয়ত কোনো পজিটিভ খবর পেতে পারি।

এদিকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর (শরিফুল) ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দু’দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।

তাসকিন এখনো পুরোপুরি সেরে ওঠেননি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভরসার প্রতীক শরিফুলের ইনজুরি মহাবিপদের নাম। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচ খেলা অনিশ্চিত শরিফুলের। যদিও যুক্তরাস্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল।

বাংলাদেশ ম্যানেজার রাবিদ ইমাম বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে তাকে এখানকার সেরা চিকিৎসাটা দেয়া যায়। তারপর বাকিটা বলতে পারব, এই মুহূর্তে আসলে বলাটা কষ্টসাধ্য।

বাংলাদেশ দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরেক পেসার হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *