বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট শিকার। সেই কৃতিত্বে খেলা শেষে হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই স্বপ্নীল অভিষেক রিশাদ হোসেনের। বাংলাদেশি এই স্পিনারের স্পিনে যেন ঘুর্ণিপাক খেয়েছে লঙ্কান ব্যাটাররা। ঘূর্ণি জাদু দেখিয়ে রিশাদ পেয়েছেন ৩ উইকেট। বিনিময়ে ৪ ওভারে দেন মাত্র ২২ রান।
শনিবার (৮ জুন) টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দেড়শ রানের ছুটছিল শ্রীলঙ্কা। ১৪ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০০ রান। সেটা মুহূর্তেই হয়ে যায় ৬ উইকেটে ১০৯ রান! এমন জাদুর নেপথ্যে রিশাদ। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে চারিথ আসালঙ্কাকে আউট করেন টাইগার লেগি। পরের বলে ভানিন্দু হাসারঙ্গাকে শিকার বানিয়ে হ্যাটট্রিকের সুযোগ পান।
যদিও হ্যাটট্রিক করা হয়নি রিশাদের, তবে পরের ওভারেই তৃতীয় উইকেটে দেখা পান রিশাদ। আউট করেন ধনাঞ্জয়া ডি সিলভাকে। তার এই স্পেলটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।
সেরার স্বীকৃতি পেয়ে রিশাদ বলেন, ‘আমি আমার শক্তি দিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাটট্রিক বলেও নিজেকে দমিয়ে রেখেছিলাম। শুধুমাত্র লক্ষ্য ছিল ভালো একটি ডেলিভারি করা।