এখন থেকে ১ বছর আগের সময়ে দেশের ক্রিকেটের পরিস্থিতিটা চিন্তা করুন তো। মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেওয়া, না নেওয়া নিয়ে কতই না আলোচনা, যুক্তি, তর্ক, বিশ্লেষণ চলছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে। বুড়ো রিয়াদকে অনেকে তো অচলই বলে দিয়েছিলেন।
রিয়াদের বিরুদ্ধে বিশাল সাইজের রচনা, নিজস্ব উপপাদ্য উপস্থাপন আর প্রমাণের বহু চেষ্টা বহুজনে বহুবার করেছেন। রিয়াদের দল থেকে বাদ পড়ার ক্ষেত্রে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকাও দেখেছেন অনেকে। ১ বছর পর বদলে গেছে দৃশ্যপট। সেই হাথুরুই এবার বুকে জড়িয়ে নিলেন রিয়াদকে, কাঁধে রাখলেন স্বস্তির হাত। দলকে ম্যাচ জিতিয়ে বীরের বেশে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোমাঞ্চ আর নাটকীয়তায় ঠাসা ম্যাচে শেষ দিকে রিয়াদের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জয়ের বন্দরে পৌঁছেছে টাইগাররা। ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিয়াদ।
মাঠ থেকে বের হওয়ার সময় সৃষ্টি হয় দারুণ এক মুহূর্ত। প্রধান কোচ হাথুরু জড়িয়ে ধরেন রিয়াদকে। কোচের সাথে ছবিটা নিজের ফেসবুক পেইজে পোস্ট করেছেন রিয়াদ। সেই সাথে লিখেছেন, ‘Grateful for the team effort that led to our victory. Alhamdulillah’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘দলীয় প্রচেষ্টা যা আমাদের জয়ের বন্দরে নিয়ে গেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ কিছু সিরিজে স্কোয়াডে ছিলেন না রিয়াদ। খেলা হয়নি এশিয়া কাপে। পরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নেন বিশ্বকাপের স্কোয়াডে। বিশ্বকাপে গিয়ে হাঁকান অসাধারণ এক সেঞ্চুরিও। বাংলাদেশের হতাশাজনক বিশ্বকাপে একমাত্র আশার আলো ছিলেন তিনিই।
এ তো গেল ওয়ানডের হিসাব। টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২২ এশিয়া কাপের পর থেকেই স্কোয়াডের বাইরে তিনি। তবে সর্বশেষ বিপিএলে ফিনিশিংয়ে নিজের মুন্সিয়ানা দেখিয়ে আবারও ফিরেছেন জাতীয় দলে। খেলছেন চলমান বিশ্বকাপেও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নিজের সামর্থ্য আর দক্ষতার প্রমাণ রেখেছেন ব্যাট হাতে। ম্যাচ শেষে রিয়াদকে বুকে জড়িয়ে নিয়ে কাঁধে স্বস্তির হাত রাখেন সেই হাথুরুসিংহে। যিনি কিনা বাদ দিতে চেয়েছিলেন রিয়াদকে।
এই ম্যাচে দারুণ একটি রেকর্ডও গড়েছেন রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮৯টি ছক্কার রেকর্ড এখন রিয়াদের। ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের ১৮৮ ছক্কার রেকর্ড। একসময় যার স্ট্রাইকরেট কিংবা স্লো ব্যাটিং নিয়ে এত কথা হচ্ছিল, সেই রিয়াদই এখন ছক্কা হাঁকানোয় দেশসেরা, একদম উচিত জবাব, নিন্দুকদের গালে চপেটাঘাত যাকে বলে আরকি।
জীবনের কঠিনতম সময়ে চাইলে আপনি অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদের মাঝে। খাদের কিনারা থেকে রিয়াদের প্রত্যাবর্তনের এমন অসাধারণ গল্পটা দেশের ক্রিকেটে তো বটেই, গোটা ক্রিকেট দুনিয়াতেই যেন বিরল। একসময়ের নিন্দুকদের রিয়াদ বাধ্য করেছেন তার শ্রেষ্ঠত্ব মেনে নিতে। চন্ডিকা হাথুরুসিংহেও নিশ্চিতভাবে এখন খুশি। নিজের চাকরি তো বেঁচেছেই, সাথে স্বরূপে ফিরেছেন শিষ্য রিয়াদ। শ্রীলঙ্কার সাথে ২ উইকেটের জয়ে বীরের বেশ বিশ্বকাপ শুরু করেছে টিম বাংলাদেশ।
জীবনের কোনো এক পর্যায়ে যখন মনে হবে আর পারছি না, আর হচ্ছে না, হেরে যাচ্ছি – ঠিক সেই কঠিন সময়ে রিয়াদের জীবনের গল্পটার মাঝে অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন যে কেউ। বিশ্বকে দেখিয়ে দিতে পারেন এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ঘুরে দাঁড়ানো যায়, যেমনটা দেখিয়ে দিয়েছেন রিয়াদ।