সর্বশেষ
সাকিব এর নতুন ঠিকানায় এখন শরিফুলও
সাকিব এর নতুন ঠিকানায় এখন শরিফুলও

সাকিব এর নতুন ঠিকানায় এখন শরিফুলও

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের সাকিব আল হাসান এবার পেলেন নতুন দল। আগের আসরে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেললেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরের নতুন সংস্করণে বাঁহাতি অলরাউন্ডার সাকিব খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়।

বিশ্বকাপের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ সিজন একই দলের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। গেল আসরে মন্ট্রিয়ল টাইগার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাকিব। এবার দল বদলে গেলেন নতুন ঠিকানায়। সঙ্গী হিসাবে সাকিব পাবেন জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলামকে।

প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকেই প্রথমে দলে টানে বাংলা টাইগার্স মিসিসাগা ফ্র‍্যাঞ্চাইজি। এরপর তারা যুক্ত করে পাক তারকা ব্যাটার ইফতিখার আহমেদকে। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, নামিবিয়ার ডেভিড ভিসাও হলেন সাকিবের সতীর্থ।

শরিফুল অবশ্য এর আগেও বিদেশি লিগ খেলেছেন। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৩ মৌসুমে তারকায় ঠাসা দল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। তবে মাত্র ১ ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার। এই এলপিএলই ছিল শরিফুলের খেলা প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চোট সমস্যায় পড়েন শরিফুল। এরপর ম্যাচ খেলার জন্য ফিট হলেও টিম কম্বিনেশনের কারণে বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তার।

আগামী ২৫ জুলাই শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি আসর। ব্র‍্যাম্পটনের মাঠে গড়াবে টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *