সুপার এইটের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ৯৯.৯৯% ছিটকে গিয়েছে বাংলাদেশ। তবে আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ এখনো অফিসিয়ালি এলিমিনেটেড হয়নি সুপার এইট থেকে। ভারতের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যবধান আরও বড় হতে পারতো যদি না রিশাদ শেষের দিকে ৩ ছক্কা ও ১ চারে ৯ বলে ২৪ রান না করতো। তখন রান রেটে অনেক পিছিয়ে যেতে বাংলাদেশ। তখন হয়তো কোনো সমীকরণই কাছে আসত না বাংলাদেশ দলের জন্য।
তবে অবাস্তব হলেও ১ ম্যাচ জয়লাভ করেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ দল। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে মিলতে হবে অনেক গুলো সমীকরণ। যার মধ্যে অস্ট্রেলিয়াকে হারতে হবে বাকি ২টি ম্যাচ। অর্থাৎ অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে। সেক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক কম শক্তীর আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভ করলে সেমিফাইনালে যেতে পারবে।