সর্বশেষ
সাকিব সরাসরি নাম ফাঁস করলেন কার সিদ্ধান্তে শান্ত টসে জিতে বোলিং নিয়েছে
সাকিব সরাসরি নাম ফাঁস করলেন কার সিদ্ধান্তে শান্ত টসে জিতে বোলিং নিয়েছে

সাকিব সরাসরি নাম ফাঁস করলেন কার সিদ্ধান্তে শান্ত টসে জিতে বোলিং নিয়েছে

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চেয়েছিলেন, টস জিতলে আগে ব্যাটিং করবেন। টস হারলেও তার কপালে পড়েনি চিন্তার ভাঁজ। কারণ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের কাছে বাংলাদেশের একপেশে হারের পর কাঠগড়ায় টসের এই সিদ্ধান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হলে সাকিব জানান, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিদ্ধান্তেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে ফিল্ডিং করেছে।

‘আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। কোচ সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়ক কাজটা করেছে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়ত। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *