দীর্ঘ আট বছর পর আবারও ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার পাকিস্তানে বসতে যাচ্ছে টুর্নামেন্টটি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে আটটি দল। ভারতের মাটিতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মাঝেই চূড়ান্ত হয়েছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে যে আট দেশ।
এরই মধ্যে টুর্নামেন্টের গ্রুপ, সূচি ও ভেন্যু ঠিকঠাক করে একটি খসড়া সূচি তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বাংলাদেশকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। গ্রুপের চতুর্থ দল হিসেবে এশিয়ার এই তিন দেশের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
যদিও টুর্নামেন্টের সূচি ও গ্রুপ পর্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি। তবে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের প্রস্তাবিত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে আইসিসি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খসড়া ফিক্সচারে, ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী খেলায় স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। টুর্নামেন্টের সবচেয়ে হাই-প্রোফাইল ম্যাচটি ১ মার্চ লাহোরে, পাকিস্তান বনাম ভারত।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সময়সূচি-
প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু |
ভারত | ২০ ফেব্রুয়ারি | লাহোর |
পাকিস্তান | ২৪ ফেব্রুয়ারি | রাওয়ালপিন্ডি |
নিউজিল্যান্ড | ২৭ ফেব্রুয়ারি | লাহোর |