২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ার পর এই ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা একে অন্যের উপর কাঁদা মাখামাখি করে। ২০২৪ টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকলেও সেই সুযোগ ইচ্ছে করেই কাজে লাগাই নি বাংলাদেশ। তা নিয়েও একে অন্যের উপর দোষ দেওয়া দেওয়ি করছে কোচিং প্যানেল থেকে শুরু করে
খেলোয়াড়রাও। এবার এমন একটি বিষয় নিয়েই বাংলাদেশের অধিনায়ক শান্তর উপর রেগে বিসিবির কাছে বিচার দিয়েছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঠিক কোন বিষয় নিয়ে এই নালিশ করা হছে তা স্পষ্টভাবে এখনো জানা যায়নি। তবে বিসিবি সূত্র থেকে জানা গেছে, মিথ্যে তথ্য দেওয়ার কারণে হাথুরুসিংহে শান্তর বিরুদ্ধে নাশিল করেছেন। তাহলে কি এবার তামিম মাহমুদউল্লাহর পর শান্তর পালা?