সর্বশেষ

আসিফ নাহিদ উপদেষ্টা হওয়ায় আরেক বৈষম্যবিরোধী ছাত্র নেতা সারজিস আলম যে পোস্ট করলেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদক সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায়

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দিনগত রাত ১টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সারজিস আলম।

সেই পোস্টে সারজিস লেখেন, ‘প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন।

এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। ’
তিনি আরো লিখেছেন, ‘আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে। জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে। আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে।’
২০২৪ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে জানিয়ে সারজিস লিখেছেন, ‘এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে। কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে। আবার কেউ হয়ত সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে।
নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে সারজিস লেখেন, ‘দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *