সর্বশেষ

এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি থেকে নাটকীয় ভাবে বাদ পড়লো সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির এলিমিনেটরের ম্যাচের নাটকীয়তা এখন যেন ভারতীয় সিরিয়ালকেও হার মানিয়েছে। সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামের দল বাংলা টাইগার্স মিসিসাগা শেষ মুহূর্তের নাটকের পর টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে, এবং কোয়ালিফায়ারে চলে গেছে টরন্টো ন্যাশনালস।

লিগ পর্বের শেষে বাংলা টাইগার্স তৃতীয় এবং টরন্টো ন্যাশনালস চতুর্থ স্থানে ছিল। এলিমিনেটরের ম্যাচে দুই দলের মধ্যে বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি পণ্ড হয়ে যায়। নিয়ম অনুযায়ী, লিগ পর্বে এগিয়ে থাকায় বাংলা টাইগার্সের কোয়ালিফায়ারে যাওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা দুই দলের মধ্যে সুপার ওভার আয়োজনের প্রস্তাব দেন, যা গ্রহণ করতে অস্বীকৃতি জানান সাকিব আল হাসান।

এরপর টুর্নামেন্টের ফেসবুক পেইজে বাংলা টাইগার্সকে বিদায় জানিয়ে টরন্টোকে কোয়ালিফায়ারে পাঠানোর একটি পোস্ট করা হয়, যা পরে মুছে ফেলা হয়। পরবর্তীতে, ১০ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়ার কথা উঠলেও, শেষ পর্যন্ত টরন্টো ন্যাশনালসকে কোয়ালিফায়ারে উত্তীর্ণ করা হয়।

গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেইজে প্লে-অফের সর্বশেষ লাইনআপ প্রকাশ করেছে, যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাম্পটন ওলভসের প্রতিপক্ষ হিসেবে টরন্টো ন্যাশনালসকে রাখা হয়েছে এবং বাংলা টাইগার্স বাদ পড়েছে। ইতোমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে মন্ট্রিয়ল টাইগার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাম্পটন এবং টরন্টোর মধ্যে জয়ী দল ফাইনালে খেলবে মন্ট্রিয়ল টাইগার্সের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *