পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩.৪ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৯ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। এক প্রান্তে সাইম আইয়ুব ৬ রান নিয়ে অপরাজিত।
দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান দল এগিয়ে ২১ রানে। আগামীকাল চতুর্থ দিনে বাকি ৮ উইকেটে ভর করে বাংলাদেশের সামনে কত রানের লক্ষ্য দিতে পারে, দেখার আপাতত সেটিই।
বাংলাদেশ দল দিন শুরু করেছিল বিনা উইকেটে ১০ রান নিয়ে। শেহজাদ ও মীর হামজার বোলিং তোপে মাত্র ৩৪ বলের মধ্যে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সকালটা হয়ে ওঠে দুঃস্বপ্নের। সেখান থেকে বাংলাদেশকে টেনে তোলেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজের সপ্তম উইকেট জুটি। দুজনে বাংলাদেশকে সর্বনিম্ন অলআউট হওয়ার শঙ্কা থেকে উদ্ধারই করেননি, পরে ইনিংসও মেরামতও করেছেন।
লিটন-মিরাজের ১৬৫ রানের জুটি ভাঙে পরেরজন ৭৮ রান করে শেহজাদের পঞ্চম শিকার হলে। খানিকপর আউট হন তাসকিন আহমেদও। এরপর হাসান মাহমুদকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ে তোলেন লিটন, নিজেও তুলে নেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। খাদের কিনারা থেকে লিটন দাসের এমন সেঞ্চুরির পর অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ। তিনি ফেসবুকে লিখেছেন, “অনবদ্য শতক, অভিনন্দন লিটন দাস ”
একটা পর্যায়ে বাংলাদেশ স্বপ্ন দেখছিল লিডেরও। তবে লিটন ১৩৮ রানে আউট হলে শেষ পর্যন্ত ১২ রানেই পিছিয়ে থাকতে হয় বাংলাদেশকে।
দিনের শেষ বেলায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে হাসানের জোড়া শিকারে পরিণত হন আবদুল্লাহ শফিক ও শেহজাদ। স্বাগতিকদের অস্বস্তির সমাপ্তির বিপরীতে খোশমেজাজেই মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।