সর্বশেষ

ধোনিকে কিক আউট, ১০ কোটিতে আইপিএল মেগা নিলামে মুস্তাফিজের নতুন দল

২০২৫ সালে আইপিএলে অনুষ্টিত হবে মেগা নিলাম। ৪ জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে দল গুলো। কেননা মেগা নিলামের আগে আইপিএলের নিয়ম অনুযায়ী ৪ জনের বেশি ক্রিকেটার রিটেইন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজি গুলো। যে কারণে ধোনি ও মুস্তিাফিজকে ধরে রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস।

আর এই সুযোগে মুস্তাফিজকে দলে ভেড়াতে চায় আইপিএলের ৫টি দল। নিলামে তাকে দলে ভেড়াতে ১০ কোটি পর্যন্ত খরচ করতে চায় বেশ কয়েকটি হেভিয়েট দল।

তার অবশ্য কারণ আছে। মুস্তাফিজের সম্প্রতিক ফর্ম ও গত আইপিএলে তার পারফরমেন্স সবাইকে অবাক করেছে। আইপিএলের পর থেকে এখন পর্যন্ত দারুন ছন্দে আছেন মুস্তাফিজ। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজরে পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। তাইতো ২০২৫ আইপিএল নিলামে তাকে দলে ভেড়াতে রীতি মত কাড়াকাড়ি শুরু করতে পারে ৪-৫টি দল।

সেই তালিকায় নাম আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। কেননা স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই তাদের ভালো মানের একজন পেসার প্রয়োজন। সেই সাথে মুস্তাফিজকে নিলামে নিজেদের ডেরায় ভেড়াতে যথেস্ট চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস।

এছাড়াই জানা গেছে মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহী আরও দুইটি ফ্র‌্যাঞ্চাইজি। এমনটাই দাবি করছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার। হায়দারাবাদ ও পাঞ্চাব কিংসও মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহী।

আনন্দ বাজার পত্রিকার দাবি মতে ধোনির কারণে আইপিএলের নিলামে এবার মুস্তাফিজের মূল্য ১০ কোটি উঠতে পারে। ধোনি চেয়ে ছিলেন মুস্তাফিজকে রিটেইন করতে। কিন্তু সেই ধোনিকেই ছেড়ে দিচ্ছে মুস্তাফিজ। আর এই সুযোগটা নিতে চাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মুস্তাফিজকে নিতে ১০ কোটি পর্যন্ত খরচ করতে রাজি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *