দেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণশক্তির ছিল না। যেকোনো দিক বিচারেই এই সিরিজ জয়ের মাহাত্ম্য বেশি। সঙ্গে সিরিজের প্রথম টেস্টে আছে ১০ উইকেটের জয়।
এই জয়ের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লাইভ এসে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। সেই সাথে ক্রীড়াঙ্গনকে সুষ্ঠভাবে গড়ে তুলার ঘোষণা দিয়ে বলেন, “দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি। বাংলাদেশ পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। তার জন্য আমি বাংলাদেশ দল ও কোচিং স্টাফদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলে স্বস্তি সঞ্চয় করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও অনেক সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠ ও সুন্দরভাবে গড়ে তুলার জন্য যা যা করা লাগবে তা আমরা করে যাবো।”