টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রানের বন্যা ম্যাচ। আর সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক মাঠে অন্তত তাই হয়েছে। বোলারদের কপাল পুড়ে গেছে। এক ম্যাচের দুই ইনিংসে দেখা গেছে ৪২টি ছক্কা। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এক ম্যাচের দুই ইনিংসে ৪২ ছক্কার রেকর্ড গড়েছিল।
এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার সংখ্যা হল ৩৮, যা গত আইপিএলে দুবার হয়েছে। অর্থাৎ, স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকার প্রথম চারটি ম্যাচই হয়েছে এ বছর।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ওয়ার্নার পার্কে সেন্ট কিটস-গায়ানা ম্যাচে ‘অদ্ভুত’ ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার শিমরন হেটমায়ার। ৩৯ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ১১টি ছক্কা মারা হলেও একটি চারও মারেননি। এটি করে হেটমায়ার একটি অদ্ভুত রেকর্ড তৈরি করেছিলেন। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান যিনি এক ইনিংসে কোনো চার না মেরে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন।
তার প্রাণঘাতী ইনিংসের ভিত্তিতে গায়ানা ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। সিপিএলে সর্বোচ্চ ১০০ রানের রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি। ২০১৯ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স ২৬৭ রান করেছে।
পাহাড়সম রান টপকে যাওয়ার লক্ষ্য তাড়া করতে গিয়ে এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও বাড়িয়ে দিয়েছিল স্বাগতিক সেন্ট কিটস। তবে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান তুলতে সক্ষম হয় তারা। বর্তমান চ্যাম্পিয়ন গায়ানা সিক্সেস ফেস্টিভ্যাল ম্যাচে ৪০ রানে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
প্রথমে ব্যাট করে গায়ানা মোট ২৩টি ছক্কা মেরেছে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকান আফগানিস্তানের রিক্রুট রহমানুল্লাহ গুরবাজ। ৩৭ বলে ৬৯ রানের ইনিংস খেলে ৬টি ছক্কা মারেন তিনি। একই সময়ে, কেমো পাল মারেন ৩টি ছক্কা, ডোয়াইন প্রোটিরিয়াস একটি মারেন এবং র্যামন রেইফার ২টি ছক্কা মারেন।
গায়ানার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট কিটস প্রথম ৯ ওভারে স্কোরবোর্ডে ১৩৯ রান করে। ইনিংসের দশম ওভারে গায়ানার অধিনায়ক ইমরান তাহির কোনো রান না দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন। সেখান থেকে বেরোতে পারেননি সেন্ট কিটস। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যান তিনি। সেন্ট কিটসের ব্যাটসম্যানরা ১৯টি ছক্কা মেরেছেন, যার মধ্যে ৯টি ওপেনার আন্দ্রে ফ্লেচারের আঘাতে। কাইল মায়ার্স ও শেরফান রাদারফোর্ড তিনটি করে, মাইকেল লুইস ও মোহাম্মদ মহসিন দুটি করে উইকেট নেন।