সর্বশেষ

পক্ষ পাল্টালো সৌরভ গাঙ্গুলী, জানালো বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে কে জিতবে

সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতেই দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে এসেছে বাংলাদেশ দল। ফলে আসন্ন ভারত সফরে টাইগারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

প্রতিদিন দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই সিরিজ নিয়ে কথা বলছেন। সেই ধারাবাহিকতায় কথা বলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সবসময় বাংলাদেশের পক্ষ থাকা গাঙ্গুলী এবার বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশার আগুনে পানিই ঢেলে দিলেন। তিনি মন্তব্য করেছেন, পাকিস্তানে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও ভারতের মাটিতে পারবে না বাংলাদেশ। সাবেক এই বিসিসিআই প্রধানের মতে, পাকিস্তানে প্রতিভার খরা চলছে! যে কারণে বাংলাদেশ সেখান থেকে জয় নিয়ে ফিরতে পেরেছে।”

তবে বাংলাদেশকে কিছুটা সমীহও করেছেন সৌরভ। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে আসায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস যে অনেক বেড়ে গেছে তা নিয়ে তার সন্দেহ নেই। ভারতে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘পাকিস্তানকে তাদের মাটিতে হারানো সহজ নয়। যে কারণে বাংলাদেশ খেলোয়াড়দের অভিনন্দন। কিন্তু ভারত ভিন্ন একটা দল। নিজেদের মাঠে হোক বা অন্য কোথাও, শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিতে তারা অসাধারণ দল। ’

বাংলাদেশের জন্য ভারতে জেতা যে কঠিন হবে, সে কথা মনে করিয়ে দিতে সৌরভ বলেন, ‘(ভারতে) বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। ভারতই সিরিজ জিতবে। কিন্তু বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, এটাও মাথায় রাখতে হবে। কারণ, পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে বাংলাদেশ দল। ’

বাংলাদেশে কাছে ধবলধোলাইয়ের শিকার হওয়া পাকিস্তান দল নিয়েও মন্তব্য করেছেন সৌরভ। তার মতে পাকিস্তান দলে এখন প্রতিভার অভাব। তিনি বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। ম্যাচ জিততে প্রত্যেক প্রজন্মেই প্রতিভাবান ক্রিকেটার দরকার। আমি তাদের অসম্মান করে বলছি না। পাকিস্তানের ক্রীড়াজগতের মানুষদের এদিকে নজর দেওয়া উচিত। অতীতে পাকিস্তান দলে অনেক বিখ্যাত ক্রিকেটার ছিলেন, এখনকার দলে সেটা দেখি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *