২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে দীপাক আগারওয়ালের সাথে প্রথম সাক্ষাৎ করেন সাকিব আল হাসান। লন্ডনের একটি রেস্টুরেন্টে দেখা করেন তারা। আগারওয়াল সাকিব কে বলেন বাংলাদেশের আরো কিছু খেলোয়াড় কে তার সাথে যোগাযোগ করাতে।
সাকিব মেহেদি হাসান মিরাজ কে আগারওয়ালের সাথে দেখা করতে বলেন। মিরাজ সেটা তৎকালীন ওয়ানডে সহ-অধিনায়ক তামিম ইকবাল কে জানান। তামিম তৎক্ষনাৎ মিরাজকে তা করতে নিষেধ করেন এবং তিনি তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কে জানান।
নাজমুল হাসান পাপন সেটা শুনেই রেগে যান এবং বাংলাদেশ থেকে ইংল্যান্ডে হেডকোচ হাথুরুসিংহেকে নির্দেশ দেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেন সাকিব কে না রাখা হয়। মূলত এর পর থেকেই সাকিবের সাথে তামিমের সম্পর্কে অবনতি ঘটে।