সর্বশেষ

আইসিসির পোস্টে বাংলাদেশের চরম অপমান ও অবহেলা: বাংলাদেশ কি ক্রিকেট খেলে না?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি তাদের নতুন সংগীত প্রকাশ করেছে, কিন্তু এটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটি মূলত ভারতীয় ক্রিকেট এবং ভক্তদের ওপর জোর দিয়েছে, যেখানে ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং অসংখ্য ভারতীয় ভক্তদের উপস্থিতি দেখা গেছে। তবে, ভিডিওতে বাংলাদেশের মতো পূর্ণ সদস্য দেশের কোনো উল্লেখ না থাকায় এটি বাংলাদেশের সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

আইসিসির ক্যাপশনে এই সংগীতকে “ক্রিকেটের আওয়াজ” হিসেবে অভিহিত করা হলেও, এর ভারতমুখী মনোযোগ নেটিজেনদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ২১ বার ভারতের ক্রিকেটার ও সমর্থকদের দেখানো হলেও বাংলাদেশের অংশগ্রহণকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বাংলাদেশের ভক্তরা আইসিসিকে ব্যঙ্গ করেছেন। কেউ মন্তব্য করেছেন, “গানের সম্পাদক নিশ্চয়ই ভারতীয়!”, আবার কেউ একে “ভারতীয় ক্রিকেটের সংগীত” বলেও উল্লেখ করেছেন।

বিভিন্ন রসিকতা ও বিদ্রূপের মধ্যে কেউ আইসিসিকে “ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল” হিসেবে আখ্যা দিয়েছেন, আর কেউ বলেছেন, “এটা ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার জন্য তৈরি সংগীত, বাকিরা শুধু তাদের সঙ্গে নাচবে।” এছাড়াও, অনেকে এই সংগীতকে “আইসিসির তিন মোড়লের ইন্টারনাল ক্রিকেট কাউন্সিল” হিসেবে বিদ্রূপ করেছেন।

এমন বিতর্কিত সংগীত প্রকাশের পর ১৫ ঘণ্টার মধ্যেই ভিডিওটিতে ৯ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *