সর্বশেষ

জাতীয় দলের দুই জন গুরুত্বপুর্ণ ক্রিকেটারকে হঠাৎ আনুষ্ঠানিক বিদায়ের প্রস্তাব দিয়েছে বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেটের শুরু থেকেই ছিলেন সালমা খাতুন ও রুমানা আক্তার। সবমিলিয়েই দেশের ক্রিকেটের অন্যতম বড় সাফল্য এসেছিল তাদের হাত ধরে।

সালমার অধিনায়কত্বে বাংলাদেশ ২০১৮ সালের এশিয়া কাপ জিতেছে।কিন্তু এখন সময় বদলেছে। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন সালমা গত বছরের জুলাইয়ে। রুমানাও দলে নিয়মিত নন। এমন পরিস্থিতিতে দেশের নারী ক্রিকেটের এই দুই পরিচিত মুখের ভবিষ্যৎ কী? এমন প্রশ্ন করেছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।

মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘সালমা-রুমানার ব্যাপারটা হলো, বোর্ডের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। ওরা যদি শেষ খেলাটা খেলতে চায়, ওদের স্বাগত জানাবো। একটা ম্যাচ খেলিয়ে ওদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারবো। ’

‘এর সঙ্গে এটাও বলেছি, বোর্ডের কোনো জায়গায় ওরা চেষ্টা করতে পারে কোচিং বা আম্পায়ারিংয়ে। ওরা এভাবে চিন্তা করছে। সম্ভবত এই বছর খেলবে, তারপর আমার মনে হয় না। ’

জাতীয় দলের পরিকল্পনায় তারা আছেন কি না প্রশ্নের উত্তরে শিপন বলেন, ‘সালমা আপাতত নেই। এক বছর হয়ে গেছে দলে নাই। ’

প্রায় এক বছর দলের বাইরে থাকার পর অবশেষে এশিয়া কাপে জায়গা পেয়েছেন রুমানা। কিন্তু নিজের পারফরম্যান্সে মুগ্ধ করতে পারেননি তিনি। এ কারণে আসন্ন নারী বিশ্বকাপে জায়গা পাচ্ছেন না তিনি। তার জায়গায় এসেছেন নতুন মুখ তাজ নিহার। এর কারণ কী?

উত্তরে শিপন বলেন, ‘রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার হিসেবে। কিন্তু সে ভালো ব্যাটিং করেনি। আর এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে তার যে ব্যাটিং, আসলে টি-টোয়েন্টির সঙ্গে আপাতত যাচ্ছে না। এ জায়গায় আমরা ভিন্নভাবে চিন্তা করেছি। ওর জায়গায় নতুন খেলোয়াড় এসেছে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার হিসেবে মিডল অর্ডারে সাপোর্ট দিতে পারবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *