তবে কি খেলা শেষ হওয়ার আগেই হার মেনে নিয়েছে বাংলাদেশ? চেন্নাইয়ে প্রথম টেস্ট জিততে ভারতের দরকার আরও ৬ উইকেট, আর বাংলাদেশের প্রয়োজন ৩৫৭ রান। দু’দিনের খেলা এখনও বাকি। বর্তমান পরিস্থিতিতে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ এখনও হেরেনি। তবে দলের ব্যাটারদের ব্যর্থতার জন্য এখন থেকেই দোষারোপ করতে শুরু করেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের ধরন দেখে তিনি হতাশ।
তৃতীয় দিনের খেলার পরে এক সাংবাদিক বৈঠকে হেম্প পূর্বের দিনের কথা স্মরণ করেন। তিনি জানান, বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে ভারত ১৪৪ রানে ৬ উইকেট হারিয়েছিল, কিন্তু পরে তারা ৩৩৯ রানে পৌঁছায়। এর বিপরীতে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১৪৯ রানে শেষ হয়। হেম্প বলেন, “ভারতের বিরুদ্ধে প্রথম দিন আমরা ভাল অবস্থানে ছিলাম, কিন্তু সেখান থেকে তাদের ফিরে আসার সুযোগ দিয়েছি। আমরা প্রথম ইনিংসে খুব খারাপ ব্যাট করেছি, কেউই ক্রিজে স্থায়ী হতে পারেনি। তাড়াহুড়ো করেছে। আমার মনে হয়, আমাদের ব্যাটারদের বেশি ভালো খেলার ক্ষমতা আছে। তারা আরও বেশি বল খেলে ফলাফল ভিন্ন করতে পারত।”
প্রথম ইনিংসের তুলনায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালো করছে। দুই ওপেনার শুরুটা ভাল করেছেন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অর্ধশতরান করছেন। হেম্প জানিয়েছেন, “দ্বিতীয় ইনিংসে আমরা প্রথম ইনিংসের চেয়ে ভালো ব্যাট করেছি। ব্যাটাররা ক্রিজে অনেক বেশি সময় কাটিয়েছে। ভারতের বোলিং আক্রমণ খুব ভালো, তারা উইকেটের জন্য লক্ষ্য করে বল করেছে। আমাদের হাত খোলার সুযোগ দেয়নি। কিন্তু ক্রিজে থাকলে রান আসবেই, দ্বিতীয় ইনিংসে আমরা সেটাই দেখিয়েছি। প্রথম ইনিংসে তা করতে পারিনি, তাই এই অবস্থায় পড়েছি।”