দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো বিপিএল, যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত ১০ আসরের মধ্যে পাঁচবার শিরোপা জয় করেছে।
এই দলের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনেক বিশ্লেষক ও ক্রিকেটভক্তরা মনে করছেন, যদি দেশসেরা এই কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়, তবে সাফল্য আসবে।
তবে বুধবার (৯ অক্টোবর) ভারতের ক্রিকেট সাময়িকী স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ নেই।
জাতীয় দলে দেশি কোচ নিয়ে তামিমের মন্তব্য ছিল, “আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে বর্তমানে আছে। কিছু লোক রয়েছেন, যারা সহকারী কোচ হতে পারেন, তবে তারা প্রধান কোচ হওয়ার জন্য যথেষ্ট নয়।”
তামিমের এই বক্তব্যের জবাবে কোচ সালাউদ্দিন বলেন, “তামিম হয়তো ঠিকই বলেছে, আমাদের জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা নেই। কিন্তু আমাদেরও একটু সময় দরকার। ক্রিকেটাররা যখন সুযোগ পান, তখন পারফর্ম করতে শুরু করেন। আমরাও সময় পেলে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারব।”
এর আগে, জাতীয় দলের সহকারী কোচের পদে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হলেও সালাউদ্দিন তা প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হেড কোচ হিসেবে কাজ করায় কারও অধীনে কাজ করতে রাজি নন।