সর্বশেষ

আইনজীবীর শরণাপন্ন হাথুরুসিংহে, উল্টো ফেঁসে যাচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে শেষের অপেক্ষায় চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়। বিসিবির কাছ থেকে কারণ দর্শানো নোটিশ ও সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি। এখনই এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও বিসিবির চিঠির জবাব দেবেন হাথুরু। বিষয়টি নিয়ে আইনজীবির সঙ্গে কথাও বলবেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদমাধ্যমকে এমনটাই জানান হাথুরুসিংহে। জানা গেছে, আগামীকাল বিসিবির চিঠির জবাবে দেবেন হাথুরুসিংহে। শুধু তাই নয় বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলার আশ্বাসও দিয়েছেন এই লঙ্কান মাস্টারমাইন্ড।

অবশ্য হাথুরুসিংহেকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করা হলেও তার উত্তর পাওয়ার আগেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফিল সিমন্সকে বেছে নিয়েছে বিসিবি। জানা গেছে, আগামীকালই ঢাকায় আসছেন এই ক্যারিবীয়। যার মানে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজেই নতুন কোচ পাচ্ছেন শান্তরা।

এর আগে, মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাথুরুকে বরখাস্ত করার বিষয়টি জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যদিও হাথুরুর চুক্তি ছিল দুই বছরের। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু এর আগেই তাকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড।

বরখাস্তের কারণ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *