মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা জার্সি তুলে রাখার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়ক সেই সুযোগ পাচ্ছেন তা স্পষ্ট হয়েছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায়। এবার সাকিবের মিরপুর টেস্টে খেলার বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া গেল নির্বাচক হান্নান সরকারের ফেসবুক পোস্টে।
জাতীয় দলের এ নির্বাচক নিজের ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, সাকিব আল হাসান, আশা করছি মিরপুরে তার শেষ টেস্ট ম্যাচটি খেলবেন। এই ম্যাচের পর তার লাল বলের ক্রিকেট মিস করবে বিশ্ব ক্রিকেট। তুমি চিরকাল মনে থাকবে…. কিংবদন্তি। বরাবরের মত শুভ কামনা। সেই সঙ্গে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
সাকিবের মিরপুর টেস্টে খেলা নিয়ে জল কম ঘোলা হয়নি। প্রথমে টাইগার অলরাউন্ডারকে দেশত্যাগের নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই বলে জানিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর সাকিবকে তার অবস্থান পরিস্কার করতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে জাতীয় আন্দোলনের বিষয়ে অবস্থান পরিস্কার করেছেন সাকিব। সেই সাথে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। এরপরই সাকিবের ঘরের মাটিতে খেলার কোনো বাধা দেখছেন না বলে জানান আসিফ মাহমুদ। সেই সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলায় তার সম্পৃক্ততা না থাকলে অব্যাহতি দেওয়া হবে।
গুঞ্জন আছে, আগামীকাল (বৃহস্পতিবার) দেশে ফিরবেন সাকিব। এখন দেখার পালা, মিরপুর টেস্ট খেলে সাদা জার্সি তুলে রাখতে পারেন কিনা টাইগার অলরাউন্ডার।