সর্বশেষ
BF3-A004

ব্রেকিং নিউজঃ শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ তিন স্টেডিয়ামের নাম পরিবর্তন!

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে দেশের প্রতিটি ক্ষেত্রেই। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে এবং প্রায় একযুগ পর ক্রিকেটে সমাপ্ত ঘটেছে নাজমুল হাসান পাপন অধ্যায়ের। এবার অবকাঠামোর দিকে নজর দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিটি স্টেডিয়াম সংস্কার করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। যার শুরুটা হয়েছে নাম দিয়ে। দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যেখানে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে।

তিন স্টেডিয়ামের প্রথমেই রয়েছে কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়াম। যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। দ্বিতীয়তে রয়েছে টাঙ্গাইল জেলার স্টেডিয়াম। এটির বর্তমান নাম শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মাঠ, ঢাকা। যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *