সর্বশেষ

লিটন-হৃদয় ও তাসকিনদের আইপিএল নিলামে নাম না তোলার গোপন তথ্য ফাঁস

অনেক প্রত্যাশা থাকলেও আইপিএলের মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এখন পর্যন্ত নেই কোনো সুসংবাদ।

মুস্তাফিজুর রহমান-রিশাদ হোসেনর পর এবার দল পেলেন না লিটন দাস ও তাওহিদ হৃদয়। মুস্তাফিজ-রিশাদদের নাম তোলা হলেও লিটন-হৃদয়রা সেই সুযোগও পাননি।

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মুস্তাফিজের। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসার অবিক্রিত থেকেছেন।

দল পাননি আরেক বাংলাদেশি রিশাদ হোসেনও। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। এরপর লিটন-হৃদয়ের সেট পেরিয়ে গেলেও তাদের নাম তোলা হয়নি।

অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আইপিএলের দলগুলোর খুব একটা আগ্রহ নেই লিটন-হৃদয়কে নিয়ে। লিটন ২০২৩ আসরে কলকাতার হয়ে এক ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে রীতিমত হতাশ করেছেন। কিপিংয়েও সেসময় বড় ভুল করেছিলেন এই ক্রিকেটার। নিলামে নাম উঠেছিলো না তাসকিন আহমেদ এর ও। আর এক পেসার শরিফুলের নামও উঠে নাই।

তাওহিদ হৃদয়ের ক্ষেত্রেও বিষয়টা প্রায়ই এক। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। যার ফলে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি দলগুলো।

এই দুই ক্রিকেটারে ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। বিশেষকরে সর্বশেষ ভারত সফরেও খোলস ছেড়ে বের হতে পারেননি বাংলাদেশি ক্রিকেটাররা। যা তাদের দল না পাওয়ার পেছনে কারণ হিসেবে দেখছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *