সর্বশেষ

মাথায় আঘাত নিয়ে ৬ উইকেট পাওয়া তাসকিনের, স্ত্রীর আবেগঘন পোস্ট

ব্যাট করার সময় মাথায় ক্রিকেট বলের আঘাত পান তাসকিন আহমেদ, তবে সেই আঘাত সত্ত্বেও মাঠে ফিরে ৬ উইকেট শিকার করেন তিনি। তাসকিনের এই অজানা যাত্রার কথা তুলে ধরেছেন তার স্ত্রী, সৈয়দা নাইমা রাবেয়া।

ফেসবুকে একটি আবেগঘন বার্তায় রাবেয়া লেখেন, “আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের কিছু আগে জানতে পারলাম আমার হাজব্যান্ড মাথায় বলের আঘাত পেয়েছেন। যদিও হেলমেট পরা ছিলো, তবে যারা খেলে, তারা জানেন এই আঘাতের ব্যথা কেমন হতে পারে। খবরটা শুনে কষ্ট পেলাম, কারণ আমি তাকে পাশে পেলাম না, শুধু দোয়া করতে পারলাম।”

রাবেয়া তাসকিনকে ম্যাচ না খেলার জন্য অনুরোধ করেন, কিন্তু তাসকিন খেলতে চান। এতে, রাবেয়া ফজর নামাজের পর আরও ২ রাকাত নফল নামাজ পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন, যাতে তাসকিন সুস্থ থাকে এবং আল্লাহ তাকে রক্ষা করেন।

তাসকিন মাঠে ফিরে খেলার সিদ্ধান্তে অটুট থেকে ৬ উইকেট শিকার করেন, যদিও আরও ২টি উইকেট মিস হয়। রাবেয়া এ ঘটনাকে ভাগাভাগি করে বলেন, “এমন অনেক খেলোয়াড়ই অনেক ব্যথা নিয়ে খেলে। আমরা শুধু মাঠের গল্পই জানি, কিন্তু অনেক কিছু মাঠের বাইরেও ঘটে যা আমরা জানি না।”

পরিশেষে, রাবেয়া তার প্রিয় স্বামী তাসকিনকে অভিনন্দন জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সবসময় নিরাপদে থাকেন এবং আরও ভালো খেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *