সর্বশেষ

যে একটি শর্তে বিপিএলে খেলতে পারবেন মাশরাফি, এলো চূড়ান্ত সিদ্ধান্ত

রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনও খেলার মাঠে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকে। যদিও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা রয়েছে এই পেস বোলারের। ফিট থাকলে সিলেটের হয়ে অবশ্যই খেলতে পারেন মাশরাফি, এমনটাই জানিয়েছেন সিলেটের চেয়ারম্যান মাহিন মাজহার। এক্ষেত্রে মাশরাফির মতামতের ওপরই শ্রদ্ধা থাকবে সিলেটের।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দেশের চিত্র অনেকটাই পাল্টে গেছে। সাবেক প্রধানমন্ত্রীর পলায়নের পর সেই আমলের সাংসদদেরও দেখা মিলছে না। কেউ পালিয়ে আছেন, কেউ কারাগারে শাস্তি ভোগ করছেন।

সাংসদদের মধ্যে সবার আগে অবশ্য দেখা যায় মাশরাফিকে। একটি ভিডিও সাক্ষাৎকারে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও খেলার মাঠে তাকে দেখা যাবে কিনা সেই ব্যাপারে সেদিন কিছুই জানাননি তিনি। এরমধ্যে বিপিএল ড্রাফটে তাকে দলে ভেড়ায় সিলেট।

একইসময় তার নামে মামলাও করা হয়েছে। মাশরাফি আসন্ন বিপিএলে খেলবেন কিনা সেই প্রশ্ন চাওর হয় জাতীয় দল ও রাজনীতিতে তার সতীর্থ সাকিব আল হাসানের বর্তমান অবস্থান দেখে। ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলারও সুযোগ মিলেনি সাকিবের।

সবকিছু মিলিয়ে মাশরাফি আসন্ন বিপিএলে খেলবেন কিনা সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর জবাবে সিলেটের কর্ণধার বলেন, ‘বোর্ড মাশরাফিকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে দুটি আসরে ছিল। সে দুই আসরেই অসাধারণ ছিল। ওটার কথা যদি চিন্তা করি তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেট আপ টেনে নেয়ার একটা ব্যাপার তো আছেই। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।’

‘বহু দিয়ে গেছে, সে হয়ত পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময়। কিন্তু সে তার ক্রিকেটের প্রতি যে ক্রিকেটিং জ্ঞানটা, সেন্সটা দিয়ে সে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের উপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, এখনও অন্য কোনো নির্দেশনা পাইনি। সে দলে আছে।’

প্রশ্ন থাকছে মাশরাফির ফিটনেস নিয়েও। কেননা গত বিপিএলে মাত্র পাঁচ ম্যাচ খেলে বাজে ফিটনেসের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ান মাশরাফি। এবার কোনও ধরনের অনুশীলন ছাড়া বিপিএলে কীভাবে খেলবেন তিনি সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। সিলেটের কর্ণধার অবশ্য পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তবে মাশরাফির মতামতকেই প্রাধান্য দেয়ার কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সে (মাশরাফি) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিত না।’

‘একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার (মাশরাফি) মতামতে আমরা শ্রদ্ধা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *