সর্বশেষ

বড় সুখবর দিয়ে ভিন্ন রূপে ফেরার ইঙ্গিত তামিমের

গত আসরে বরিশালকে জিতিয়েছেন বিপিএল শিরোপা। এবারও তাঁর কাঁধেই অধিনায়কত্বের ভার। ফলে আসন্ন বিপিএল আসরকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন তামিম ইকবাল। বিপিএলে যেন নিজের সেরাটা উজাড় করে দিতে পারেন সেজন্য দিনরাত এক করে ঘাম ঝরাচ্ছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত সবজায়গায় যেন তামিমের বিচরণ। কখনও ফিটনেস নিয়ে করছেন কঠোর পরিশ্রম, আবার কখনও বিভিন্ন বোলারদের দিয়ে বল করিয়ে নিজের ব্যাটিং কে করছেন শানিত। একবার সেন্টার উইকেটে তো একবার ইনডোরে সব জায়গাতেই যেন তামিম। এভাবেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টায় এই ড্যাশিং ওপেনার।

বিপিএলকে ঘিরে এক মাসেরও বেশি সময় ধরে নিজেকে প্রস্তুত করতে কঠোর অনুশীলন করে চলেছেন তামিম। বিপিএলের এখনও তিন সপ্তাহেরও বেশি সময় বাকি। বিপিএল যত সন্নিকটে তামিম নিজের পরিশ্রমে তত বেশি মনোযোগী। নিজের প্রস্তুতিতে যেন একবিন্দুও ঘাটতি রাখতে চান না তিনি। ফিটনেস টেস্টেও পাশ করার থেকে তিনি যেন নিজের ব্যাটকে শানিত করতে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছেন।

আজ মিরপুরে শামীম পাটোয়ারীর সঙ্গে জুটি বেঁধে করেছেন ব্যাটিং অনুশীলন। যেখানে বোলিং প্রান্তে ছিলেন আবু জায়েদ রাহী, রিপন মন্ডল, নাঈম হাসানসহ বেশ কিছু লেগ ও অফ স্পিনার। যাদেরকে খুব স্বাচ্ছন্দ্যে খেলেছেন তামিম। এসময় তামিমের অদম্য এই পরিশ্রমকে পর্যবেক্ষণ করেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম এবং ফরচুন বরিশালের হেড মিজানুর রহমান বাবুল।

এসময় মিজানুর রহমান বাবুল বলেন, ‘অনেক দিন পর তামিমের ব্যাটিং দেখলাম। সে অসাধারণ ব্যাটিং করেছে। দারুণ কিছু শর্ট খেলেছে এবং টাইমিংটাও ছিল দারুণ। এককথায় তামিম নিজেকে খুঁজে পেতে মরিয়া।’

এসময় তিনি আরও বলেন, ‘তামিমের ফর্মে থাকাটা শুধু বিপিএল বা ক্রিকেট ভক্তদের জন্য না বরিশাল দলের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। সে ফর্মে থাকলে দলের ভারসাম্য বজায় থাকবে। এছাড়া শান্তও আগের থেকে অনেকটা চোট কাটিয়ে উঠেছে। আশা করি একটি ফিট দল নিয়ে বিপিএল শুরু করতে পারবো আমরা।’

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবেন তামিম। এর আগে মিরপুরে নিজেকে করছেন প্রস্তুত। আর মাত্র ৪ দিনের অনুশীলন শেষে সিলেটে দলের সঙ্গে যোগ দিবেন তামিম। এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে তামিম খেলবেন নিজের বিভাগ চট্টগ্রামের হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *