সর্বশেষ

যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের বিশেষ উপহার দিলেন তামিম

গেল সপ্তাহে যুব এশিয়া কাপে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের কাঁধে উঠেছিল। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশের তরুণ টাইগাররা।

ফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত করেছিল ১৩৯ রানে। ফলে ৫৯ রানের জয়ে এশিয়ার সেরা আজিজুল হাকিম তামিমরা।

যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের সি এ কোম্পানির ব্যাট উপহার দিয়েছেন তামিম ইকবাল। যদিও এই উপহার এশিয়া কাপ শুরুর আগেই দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। সবাই সেই ব্যাট সংগ্রহ করেছিলেন দুবাই থেকেই। এবারই নতুন না, গেল বছরও যুব এশিয়া কাপের দলকে ব্যাট দিয়েছিলেন তামিম।

এদিকে, যুব এশিয়া কাপজয়ী দলের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের এখনো দেখা হয়নি। তিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে, দেশে ফিরলেই জানা যাবে পুরস্কার হিসেবে কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।

এর আগে গেল বছর অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষ্যটিও কিছুটা বেশি। কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *