মুশফিকুর রহিমের আঙুলে চোট থাকায় আগের ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলেননি। প্রীতম কুমারকে সেই দায়িত্ব দিয়ে ফিল্ডিং করেছিলেন মুশফিক। বাদ পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ে সুযোগ কাজে লাগাতে না পারায় ফরচুন বরিশালের একাদশ থেকে আজকের ম্যাচে নেই প্রীতম। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আবারো একাদশে ফেরেন শান্ত। চোট থেকে সেরে না ওঠায় মুশফিকের পরিবর্তে শান্তকেই গ্লাভস হাতে দেখা যায়।
বাংলাদেশের জার্সিতে কখনোই উইকেটরক্ষক হিসেবে মাঠে নামেননি শান্ত। টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক অনূর্ধ্ব-১৯ দলেও দেশের হয়ে গ্লাভস হাতে নেননি। ঘরোয়া ক্রিকেটেও এমন নজির নেই।